নওগাঁর মান্দায় রাস্তার কার্পেটিং কাজের অনিয়মের অভিযোগ
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
নওগাঁর মান্দায় রাস্তার কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করেন এলাকাবাসী। উপজেলার সদর ইউনিয়নের চকমনশব গ্রামের ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তা হতে দাওয়াইল মধ্যপাড়া মসজিদ পর্যন্ত ১কিমিঃ রাস্তা পাকাকরন কাজ সম্পন্ন করেন কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ৫ দিন না যেতেই রাস্তার বেশ কিছু স্থানে ভ্যান, ভটভটি বা পায়ে হেঁটে গেলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এমন দৃশ্য দেখে হতবাক এলাকাবাসী। কার্পেটিং উঠে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নওগাঁর মান্দায় রাস্তার কার্পেটিং কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ করেন এলাকাবাসী। উপজেলার সদর ইউনিয়নের চকমনশব গ্রামের ঈদগাহ সংলগ্ন পাকা রাস্তা হতে দাওয়াইল মধ্যপাড়া মসজিদ পর্যন্ত ১কিমিঃ রাস্তা পাকাকরন কাজ সম্পন্ন করেন কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ৫ দিন না যেতেই রাস্তার বেশ কিছু স্থানে ভ্যান, ভটভটি বা পায়ে হেঁটে গেলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এমন দৃশ্য দেখে হতবাক এলাকাবাসী। কার্পেটিং উঠে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরজমিন গিয়ে দেখা যায় সদ্য নির্মিত রাস্তার কার্পেটিং এর বেহাল দশা। স্থানীয়ন দুলু, জাহাঙ্গীর, পারভীন, রেজাউল অভিযোগ করে বলেন, কাজ দেখভালের দায়িত্বে থাকা মান্দা উপজেলা (এলজিইডির) উপ-সহকারী প্রকৌশলী নজরুল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সখ্যতা করে নিম্নমানের পাথর, কম বিটুমিন ও ঠান্ডা মিক্সিং দিয়ে লোক দেখানো কাজের কারণে কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। তবে উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম কার্পেটিং উঠে যাওয়ার বিষয়ে স্বীকার করে বলেন, কিছু মাল ঠান্ডা ছিল তাই উঠে যাচ্ছে, নিউজ করার দরকার নেই আপনাদের বিষয়টা দেখছি বলে তিনি এড়িয়ে যান। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মান্দা উপজেলা শাখার প্রকৌশলী আবু সায়েদ বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে বেশ কিছু জায়গায় কার্পেটিং উঠে যাওয়ার সত্যতা পাওয়া গিয়েছে। এগুলো ঠিক করে নেওয়া হবে। এ ঘটনায় কাজ বাস্তবায়নকারী ঠিকাদার ওয়াহেদুল নবী বলেন, কাজ খারাপ হয়ে থাকলে ঠিক করে দেওয়া হবে। আপনারা সাইডে গেছেন আপনাদের কিছু খরচাপাতি লাগলে বলেন দেওয়া হবে। আর যদি আপনারা নিউজ করেন তাহলে আমি প্রতিবাদ দিব।