যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের চিঠি: রাজনৈতিক দল নিষিদ্ধে উদ্বেগ, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৪৫, বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির শীর্ষ নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে রাজনৈতিক দলগুলোর ওপর বিধিনিষেধ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম স্থগিত এবং সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। কংগ্রেস সদস্যরা বলেন, সমষ্টিগত রাজনৈতিক দায় আরোপ নয়—ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রে আইনের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করাই গণতন্ত্রের ভিত্তি।

২০২৪ সালের জুলাই–আগস্টে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় জবাবদিহিতার ওপর জোর দিয়ে যুক্তরাষ্ট্র জানায়, বাংলাদেশের জনগণের অধিকার রয়েছে অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতায় প্রস্তুত থাকার কথাও পুনর্ব্যক্ত করেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়