গাংনীতে মোটর সাইকেল ও ট্রলির সংঘর্ষে একজন নিহত, আহত -২

মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪৭, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামের এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে সাহারবাটির দবির ডাক্তার বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরের গাংনীর সাহারবাটিতে ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামের এক যুবক নিহত এবং দুজন আহত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে সাহারবাটির দবির ডাক্তার বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন হোসেন ইলেকট্রিক মিস্ত্রি ও করমদি গ্রামের সন্ধানী পাড়ার জামাল হোসেনের ছেলে। আহতরা হলেন নিহতের স্ত্রী তমা খাতুন (২৫) ও দেড় বছরের কণ্যা শিশু তানহা।

স্খানীয়রা জানান, মোটরসাইকেল চালক তুহিন হোসেন স্ত্রী ও শিশু কণ্যাকে নিয়ে শশুর বাড়ি ধলা গ্রাম থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছুলে বিপরিত দিক থেকে আসা দ্রতগামী পাওয়ার টিলার ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলি চাপায় ইলেকট্রিক মিস্ত্রী তুহিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, দুর্ঘটনার শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজন ছিলো তবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার মাসহ দুজনকেই মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যাবস্থা গ্রহন করে মরদেহ হস্তান্তর করা হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়