নওগাঁর মান্দায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ৩
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
নওগাঁর মান্দায় জেসমিন আরা নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা অভিযুগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দীঘিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
নওগাঁর মান্দায় জেসমিন আরা নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা অভিযুগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দীঘিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ একই উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা কৃষ্ণপুর গ্রামের কুবাদ আলীর মেয়ে। আটক ব্যক্তিরা হলেন জেসমিনের স্বামী উজ্জল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) ও শাশুড়ি জোসনা বেগম (৪৫)। নিহতের বাবা কুবাদ আলী অভিযোগ করে বলেন, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয় উজ্জল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। সোমবার রাতে জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে মাইক্রোবাসে করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।