রাজশাহী-৬ আসনে আরিফুল ইসলাম বিলাতের মনোনয়নপত্র উত্তোলন
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আরিফুল ইসলাম বিলাত। আজ নির্ধারিত সময়ে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র উত্তোলনের সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন আরিফুল ইসলাম বিলাত। আজ নির্ধারিত সময়ে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র উত্তোলনের সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আরিফুল ইসলাম বিলাত জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে চান এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন।
রাজশাহী-৬ আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনমুখী তৎপরতা বৃদ্ধি পেয়েছে।