দেবহাটায় সাসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়ন মেলা অনুষ্ঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৩৫, বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় এবং সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় এবং সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

উন্নয়ন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম এবং ইছামতি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আহছানুস সালেহীন রহিম।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর সমন্বয়কারী (পরিবেশ) শেখ ইমন পারভেজ প্রিন্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আঞ্চলিক ব্যবস্থাপক (কালিগঞ্জ অঞ্চল) মোঃ আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচি প্রকল্পের সমন্বয়কারী মোঃ আলমগীর হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমৃদ্ধি কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, জীবিকায়ন, সামাজিক সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পিকেএসএফ ও সাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উন্নয়ন মেলা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশে সহায়ক ভূমিকা রাখে।

উন্নয়ন মেলায় বিভিন্ন স্টল, তথ্যভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে সমৃদ্ধি কর্মসূচির অর্জন ও সাফল্য তুলে ধরা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়