মুক্তবুদ্ধি ও স্বাধীন সাংবাদিকতায় আঘাত: সুনামগঞ্জে গণবিক্ষোভ

​প্রীতম দাস, সুনামগঞ্জ:: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:২০, বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ঢাকায় উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কার্যালয়ে বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ। বুধবার বেলা ১১টায় শহরের ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট এলাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকায় উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম কার্যালয়ে বর্বরোচিত হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জ। বুধবার বেলা ১১টায় শহরের ব্যস্ততম ট্রাফিক পয়েন্ট এলাকায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

​সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর রাতে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ভবন ও উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এই বর্বরোচিত ঘটনাকে মুক্তবুদ্ধি, সুস্থ সংস্কৃতি এবং স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত হিসেবে অভিহিত করেন তারা।

​বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্যে দেশের প্রধান সাংস্কৃতিক ও সাংবাদিকতা কেন্দ্রগুলোতে হামলা চালানো হলেও এখন পর্যন্ত অপরাধীদের আইনের আওতায় আনা হয়নি। অবিলম্বে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা এবং দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশে এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

​প্রশাসনের উদ্দেশ্যে বক্তারা বলেন, "সংস্কৃতি ও সংবাদমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। অবিলম্বে দোষীদের বিচার না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"

​জেলা উদীচীর সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, প্রথম আলোর প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন এবং কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।

​সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ,  সিপিবির সাধারণ সম্পাদক শাহ জালাল সুমন, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দীন, মহিলা পরিষদের সংগঠক তৃণা দে সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়