বিমানবন্দর ও সংরক্ষিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

মো. আব্দুল্লাহ আল মামুন। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৪৩, বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করার স্বার্থে দেশের সকল বিমানবন্দর ও সংরক্ষিত এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা ও নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করার স্বার্থে দেশের সকল বিমানবন্দর ও সংরক্ষিত এলাকায় ড্রোন উড্ডয়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলের ক্ষেত্রে ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সকল বিমানবন্দর এবং সংরক্ষিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০ অনুযায়ী বিমানবন্দর ও সংরক্ষিত এলাকায় অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে গত ১৬ ডিসেম্বর শহীদ শফিক ওসমান হাদি স্মরণে বিমানবন্দরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া অনুমোদনহীনভাবে ড্রোন উড্ডয়ন করে ভিডিও ধারণ করে, যা বিমান চলাচলের মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

এ প্রেক্ষিতে বিমানবন্দর ও সংরক্ষিত এলাকায় ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সাধারণ জনগণকে ড্রোন উড্ডয়ন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়