মুকসুদপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ(গোপালগঞ্জ) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২৪, শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

গোপালগঞ্জের মুকসুদপুরে ফসলী জমি থেকে ভেকু দিয়ে, বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে নওয়াব আলী ফকির (৪০) নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপালগঞ্জের মুকসুদপুরে ফসলী জমি থেকে ভেকু দিয়ে, বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে নওয়াব আলী ফকির (৪০) নামে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাশালিয়া ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত।

এসময় ফসলি জমি থেকে ভেকু দিয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে মাটি কাটার দায়ে, উপজেলার কাশালিয়া গ্রামের আঃ ছামাদ ফকিরের ছেলে নওয়াব আলী ফকিরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত জানান, অনুমতি ব্যতীত ফসলী জমি হতে মাটি উত্তোলন করায়, বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু এবং মাটি উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়