সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত

সুনামগঞ্জ প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:২১, শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

​সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সুনামগঞ্জের যৌথ আয়োজনে এ উপলক্ষে জেলা শহরে অভিবাসী মেলা, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​​সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫’ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসন এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সুনামগঞ্জের যৌথ আয়োজনে এ উপলক্ষে জেলা শহরে অভিবাসী মেলা, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। একইসাথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত ‘অভিবাসী মেলা’য় প্রবাসীদের কল্যাণার্থে পরিচালিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, "দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের প্রেরিত রেমিট্যান্স আমাদের উন্নয়নের মূল চালিকাশক্তি। সরকার প্রবাসীদের সুরক্ষা এবং দক্ষ হয়ে বিদেশ গমনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দালালমুক্ত ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় প্রবাসীদের পাশে আছে।"

​সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আয়েশা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ। বক্তারা বৈধ পথে রেমিট্যান্স পাঠানো এবং বিদেশ যাওয়ার আগে কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানান।

​অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, প্রবাসী কল্যাণ সেন্টার ও প্রবাসী কল্যাণ ব্যাংক, ব্র্যাক (BRAC), ​রামরু (RMMRU) ও সুনামগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।

​সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকার এবং বিদেশ গমনেচ্ছু বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অভিবাসী মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়