সুনামগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন: সৎ নেতৃত্ব গড়ার ডাক

​সুনামগঞ্জ প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৮, শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সুনামগঞ্জে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, দেশের প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটাতে হবে। জনগণের আস্থাভাজন সৎ ও আদর্শবান নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে শান্তি ও ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
 

সুনামগঞ্জে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, দেশের প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটাতে হবে। জনগণের আস্থাভাজন সৎ ও আদর্শবান নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে শান্তি ও ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। আজও ওসমান হাদির মতো দেশপ্রেমিকরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন, যা গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অত্যন্ত বেদনাদায়ক। নেতৃবৃন্দ অবিলম্বে হাদির খুনিদের দৃষ্টান্তমূলক বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

​সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান এবং কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম।

​জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম ও আখতার হুসাইন আতিকের যৌথ সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির এবং সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী এডভোকেট মোঃ ফজর আলী।

সম্মেলনে জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ এবং সহযোগী সংগঠন ইসলামী যুব মজলিস ও ছাত্র মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং আসন্ন নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়