নির্বাচনী লড়াইয়ে নাছির চৌধুরী: মনোনয়নপত্র নিলেন প্রতিনিধিরা
সুনামগঞ্জ প্রতিনিধি:: || বিএমএফ টেলিভিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকারের কার্যালয় থেকে তাঁর প্রতিনিধি দল এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকারের কার্যালয় থেকে তাঁর প্রতিনিধি দল এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে নাছির উদ্দিন চৌধুরীকে এই আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিশেষ কারণে তিনি সশরীরে উপস্থিত হতে না পারলেও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বিশাল শোডাউনের মাধ্যমে তাঁর পক্ষে মনোনয়নপত্রটি গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন ও যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান ও যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ও ফারুক সরদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সদস্য কবির মিয়া এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া সহ দিরাই ও শাল্লা উপজেলার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণ শেষে বিএনপি নেতৃবৃন্দ গণমাধ্যমকে বলেন, "বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী দিরাই-শাল্লার গণমানুষের আস্থার প্রতীক। এই অঞ্চলের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তৃণমূলের প্রতিটি নেতা-কর্মী তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।"
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে জানান, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীর প্রতিনিধিরা মনোনয়নপত্র নিয়েছেন। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য তিনি সকল প্রার্থী ও সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
সুনামগঞ্জ-২ আসনটি বরাবরই জেলার রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী ইতিপূর্বে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দীর্ঘদিন পর তাঁর মনোনয়নপত্র সংগ্রহের খবরে দিরাই ও শাল্লার সাধারণ মানুষ এবং দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।