ওসমান হাদির মৃত্যু; শুক্রবার সারাদেশে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা

হোসেন আলী আকাশ ( ঢাকা জেলা প্রতিনিধি) || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:৫৯, শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র  শরিফ ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে বিশেষ দোয়া ও কফিন মিছিলের ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র  শরিফ ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার (১৯ ডিসেম্বর) সারাদেশে বিশেষ দোয়া ও কফিন মিছিলের ডাক দিয়েছে ‘জুলাই ঐক্য’।

বৃহস্পতিবার রাতে (১৮ ডিসেম্বর) জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান বিন হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

ইসরাফিল ফরাজী আরও বলেন, শহিদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেশের বিপ্লবী সকল জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। কর্মসূচির বিষয়ে এতে বলা হয়, তার মৃত্যুতে শুক্রবার সারাদেশে সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং কফিন মিছিল অনুষ্ঠিত হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়