সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলে দুই নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৩, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৮ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে পূর্বে আরোপিত বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম (দাদু)-কে অব্যাহতি দেওয়া হয় এবং এর আগে ১৪ এপ্রিল ২০২৫ তারিখে মোঃ ইসমাইল হোসেন (নিরব)-কে সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়।
পরবর্তীতে দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও সংগঠনের প্রতি একনিষ্ঠ ভূমিকা পালনের প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশনায় উভয়ের বিরুদ্ধে গৃহীত আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব আজ (২৩ ডিসেম্বর ২০২৫) এ সিদ্ধান্ত অনুমোদন দেন। এর ফলে রফিকুল ইসলাম (দাদু) ও ইসমাইল হোসেন (নিরব)-এর বিরুদ্ধে আরোপিত সব আদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ সাদ্দাম হোসেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়