নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার অঙ্গীকার: সুনামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস
সুনামগঞ্জ প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রবিবার সকালে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী পিটিআই বধ্যভূমিতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নৃশংসভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রবিবার সকালে সুনামগঞ্জের ঐতিহ্যবাহী পিটিআই বধ্যভূমিতে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নৃশংসভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
এদিন সকাল ৯টার দিকে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির শুরুতেই সুনামগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পিটিআই বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পর জাতি তাদের এই শ্রেষ্ঠ সন্তানদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ডঃ ইলিয়াস মিয়া বলেন, "১৪ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে একটি কালো দিন। আমরা জাতি হিসেবে এই দিনে আমাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরা এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার।" তিনি আরও বলেন, এই দিনটি একদিকে যেমন বেদনার, তেমনি অন্যদিকে এটি আমাদেরকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
পিটিআই বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্নের সোনার বাংলার জন্য আত্মত্যাগ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরও ছিল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন।