মেহেরপুর-১ ও ২ আসনে জামায়াত ও বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন
মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
অন্যদিকে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীর পক্ষে আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবিরের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। এ সময় মেহেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী তাজ উদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনে মনোনীত প্রার্থী নাজমুল হুদা স্বশরীরে উপস্থিত ছিলেন। বিএনপির মনোনয়নপত্র উত্তোলন করেন প্রার্থী মাসুদ অরুনের ছোট ভাই ও মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
জেলা প্রশাসনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যেও তৎপরতা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর। তফসিল অনুসারে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।