শাল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত; শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫১, রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

প্রতি বছরের মতো এবারও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

​প্রতি বছরের মতো এবারও সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

​রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন স্তরের মানুষ। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ। শাল্লা থানার অফিসার ইন চার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি দল শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একে একে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

​পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। ​শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য উদ্দেশ্যে দেশের বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল।

​আলোচনায় বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে এক অনুপ্রেরণার উৎস, যা ভবিষ্যতেও জাতিকে পথ দেখাবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়