রাজধানীর ইসলামবাগে প্লাস্টিক গোডাউনে আগুন
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে লালবাগের দুটি, হাজারীবাগের দুটি এবং পলাশির থেকে দুটিসহ মোট ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রাজধানীর লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে লালবাগের দুটি, হাজারীবাগের দুটি এবং পলাশির থেকে দুটিসহ মোট ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সিদ্দিকবাজার থেকে ৩টি ইউনিট পথে রয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানান, দুপুর দেড়টার সময় তারা আগুন লাগার খবর পায়। এর ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছেন।