ওসমান হাদির ফেসবুক পেজ থেকে নোটিশ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:১৮, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করছে সরকার।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করছে সরকার।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছে।

বলা হয়েছে, ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে এবং শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করা হয়েছে তার পরিবারকে।

এর আগে, ইনিকিলাব মঞ্চ জানায়, ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড-যেকোনো স্থানে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন।

ইনকিলাব মঞ্চ আরও জানায়, বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে।

আরও বলা হয়েছে, হাদির জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসিব করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়