গোপালপুরে তারেক জিয়া ফাউন্ডেশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:২৩, রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামবাসীর উদ্যোগে তারেক জিয়া ফাউন্ডেশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামবাসীর উদ্যোগে তারেক জিয়া ফাউন্ডেশনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে হেমনগর বর্ণী রেলস্টেশন সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উত্তমপুর, বর্ণী ও ৩নং ওয়ার্ডের তিন থেকে চার শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, গত শুক্রবার বিকেলে উত্তমপুর বর্ণী রেলস্টেশন সংলগ্ন তারেক জিয়া ফাউন্ডেশনে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় উত্তমপুর ও বর্ণী এলাকার অন্তত ৪-৫ জন আহত হন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু উপস্থিত হয়ে হামলার শিকার ব্যক্তিদের সান্ত্বনা দেন। তিনি বলেন,
এই হামলার ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

স্থানীয় এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়