ইহুদি হয়েও 'ফিলিস্তিন মুক্ত করো' স্লোগান দিলেন অভিনেত্রী হ্যানা

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:৫৬, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

হ্যানা আইনবাইন্ডার একজন ইহুদি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী হয়েও এবার 'ফিলিস্তিন মুক্ত করো' স্লোগান দিয়ে ব্যাপক আলোচিত হচ্ছেন। তিনি কয়েকজন সেলিব্রিটির মধ্যে ছিলেন যারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য ফিলিস্তিনি অধিকারের প্রতি তার পরিচিত সমর্থনকে প্রতিফলিত করে।

হ্যানা আইনবাইন্ডার একজন ইহুদি বংশোদ্ভূত মার্কিন অভিনেত্রী হয়েও এবার 'ফিলিস্তিন মুক্ত করো' স্লোগান দিয়ে ব্যাপক আলোচিত হচ্ছেন। তিনি কয়েকজন সেলিব্রিটির মধ্যে ছিলেন যারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য ফিলিস্তিনি অধিকারের প্রতি তার পরিচিত সমর্থনকে প্রতিফলিত করে।

জানা গেছে, এই অভিনেত্রী গতকাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এমি অ্যাওয়ার্ড নিতে গিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার আর্জি জানান।

তিনি সম্প্রতি হাজার হাজার অন্যান্য শিল্পীর সঙ্গে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন যেখানে তারা গণহত্যা এবং বর্ণবাদের সঙ্গে জড়িত ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

গতকাল রোববার রাতে হান্না আইনবাইন্ডার তার প্রথম এমি অ্যাওয়ার্ড জিতেছেন। তিনি কমেডি সিরিজে অসাধারণ সহ-অভিনেত্রীর ভূমিকা পালন করার জন্য পুরষ্কারটি পেয়ছেন। যদিও সরাসরি সম্প্রচারের সময় তার বক্তৃতা আংশিকভাবে সেন্সর করা হয়েছিলো।

অনেক ভক্তই হ্যানার এমন অভিব্যক্তিতে কিছুটা হতভম্ব হয়ে যায়। কারণ তার কথার মাঝখানেই তিনি ইসরায়েলি বর্বরতার নিন্দা করে ফিলিস্তিনকে মুক্ত করতে বেশ দৃঢ়তা দেখান। সেজন্য বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আংশিক সেন্সর করা হয়েছে। যদিও ততোক্ষণে ঘটনাটি বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়।

সূত্র: ইউএসএ টুডে

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়