দৌলতপুরে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু
মোঃ মিজানুর রহমান,দৌলতপুর(মানিকগঞ্জ) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঋণের টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সদর চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঋণের টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) মা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। রাত ১.০০ টার দিকে শিশু বাচ্চা কান্নাকাটি শুরু করলে সবার ঘুম ভেঙে যায়।
ছোট ছেলে রথীন্দ ভদ্র ধারণা বড় ভাই রবি ভদ্র ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দিয়েছে। এতে ঘটনাস্থলেই করুনা রানী ভদ্রের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ছেলে দ্রুত পালিয়ে যায়। নিহত করুনা রানী ভদ্র মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী।
এলাকাবাসী জানায়, পরিবারে দীর্ঘদিন ধরে আর্থিক বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরেই এ মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর. এম আল মামুন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।