সংসদীয় আসন ফিরে পাওয়ার দাবিতে বাগেরহাটে অফিস আদালতে অবরোধ কমাসূচি চলছে

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:১৫, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাগেরহাটে (রামপাল মংলা -৩) নিয়ে গঠিত সংসদীয়  আসন ৩ ফিরে পাওয়ার দাবিতে জেলায় চলছে অফিস আদালত অবরোধ কর্মসূচি। রবিবার(১৪ সেপ্টেম্বর)  সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা

বাগেরহাটে (রামপাল মংলা -৩) নিয়ে গঠিত সংসদীয়  আসন ৩ ফিরে পাওয়ার দাবিতে জেলায় চলছে অফিস আদালত অবরোধ কর্মসূচি। রবিবার(১৪ সেপ্টেম্বর)  সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা


জেলা প্রশাসকের ও নির্বাচন অফিসের প্রধান ফটক আটকে দেয়। এ সময় কর্মকর্তা কর্মচারীরদের অফিসে ঢুকতে বাধা দেয়। গত ৪সেপ্টেম্বর বাগেরহাটে যে তিনটি আসন ছিল তার একটি বিলুপ্ত করে নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করে। এর প্রতিবাদে হরতাল অবরোধ এবং অফিস আদালত অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।আসন ফিরিয়ে না দিলে আগামী  সোম, মঙ্গল ও বুধবার হরতাল ঘোষণা করা রয়েছে।


সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ  আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলায় অফিস আদালত অবরোধ কর্মসূচি চলবে। তবে বাগেরহাটে জেলা আইন-শৃঙ্খলার মিটিং থাকায় বেলা ১১টা পর্যন্ত শুধু বাগেরহাটে এই কর্মসূচি পালন করা হবে। তবে অন্যান্য উপজেলায় সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অফিস আদালত অবরোধ কর্মসূচি বহাল থাকবে। আগামী সোম মঙ্গল ও বুধবার জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।


বাগেরহাট জেলায় তা শিথিল করে দোকান পাট খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্ম অবলম্বীদের কথা বিবেচনা করে এই
সিদ্ধান্ত  নেয়া হয়েছে। তবে নির্বাচন কমিশনার যদি তার সিদ্ধান্ত থেকে ফিরে না এসে বাগেরহাটের আসন ফিরিয়ে না দেয় তাহলে আগামীতে আরও কঠিন আন্দোলন করা হবে। জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, আসন ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আন্দোলন চালিয়ে যাব।


বাগেরহাটে যে চারটি আসন ছিল এর একটি কমিয়ে তিনটি আসন চূড়ান্ত করে গত চার সেপ্টেম্বর নির্বাচন কমিশনার ঘোষণা দেয়। এরপর আসন ফিরে পাওয়ার দাবিতে বাগেরহাটবাসী ফুসে উঠেছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়