উত্তাল নেপাল, নিহত বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৪, সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নেপালে জেন জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। আন্দোলনে বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নেপালে জেন জি আন্দোলনে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। আন্দোলনে বহু মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রের বরাতে নেপালের সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারের সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদে জেনারেশন জেড (জেন জি) এর আন্দোলনে মৃতের সংখ্যা বেড়ে কাঠমান্ডুতে ১৪-এ দাঁড়িয়েছে।

মৃতদের মধ্যে রয়েছেন ট্রমা সেন্টারে ৬ জন, সিভিল হাসপাতালে ৩ জন, এভারেস্ট হাসপাতালে ৩ জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে একজন এবং ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে একজন।

আহতদের নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত নয়, কারণ রোগীর সংখ্যা অত্যধিক। সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারসহ বিভিন্ন হাসপাতাল রোগীদের সঠিকভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে এবং অনেককে অন্যান্য চিকিৎসা কেন্দ্রে পাঠানো শুরু করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ও বহু আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সূত্র: দ্য হিমালয়ান

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়