বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে জরুরি নির্দেশনা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৪, সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এডহক কমিটির যুগ শেষ হতে চলেছে। শিক্ষাপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে এবং পরিচালনায় স্বচ্ছতা আনতে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এডহক কমিটির যুগ শেষ হতে চলেছে। শিক্ষাপ্রশাসনে শৃঙ্খলা ফেরাতে এবং পরিচালনায় স্বচ্ছতা আনতে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সোমবার (৮ সেপ্টেম্বর) উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সকল শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী  আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

আরও বলা হয়, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, উক্ত প্রবিধানমালা ২০২৪ ( সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করত। আগামী ৩০ নভেম্বরে মধ্যে  মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকল এডহক কমিটি আগামী পহেলা ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। কমিটি  গঠনে  ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদির আওতায় আসবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়