বাগেরহাটে সাবেক এমপি শেখ হেলালের এপিএস শেখ ফিরোজের ফার্ম থেকে লাশ উদ্ধার

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:২৯, সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রিজ সংলগ্ন গোটাপাড়া রোডে সাবেক সংসদ সদস্য শেখ হেলালের এপিএস শেখ ফিরোজুল ইসলামের গরুর ফার্ম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জেলা পুলিশ। শনিবার( ১৪ সেপ্টেম্বর)  বিকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
 

বাগেরহাট সদর উপজেলার মুনিগঞ্জ ব্রিজ সংলগ্ন গোটাপাড়া রোডে সাবেক সংসদ সদস্য শেখ হেলালের এপিএস শেখ ফিরোজুল ইসলামের গরুর ফার্ম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জেলা পুলিশ। শনিবার( ১৪ সেপ্টেম্বর)  বিকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
নিহতের নাম শহীদুল ইসলাম মোল্লা (৪৫) তিনি বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকার মহিলা কলেজ রোডের বাসিন্দা। 


স্থানীয়রা জানান, দোতলা ভবনের নিচতলায় সিঁড়ির নিচে লাশটি পাওয়া যায়। এ সময় নিহতের মুখ কচটেপ দিয়ে আটকানো ছিল এবং গলায় কালো দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়।


বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “আমরা লাশটি উদ্ধার করেছি। কারা এবং কিভাবে হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


এদিকে ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়