ইসরায়েলের হামলার জবাবে কাতারের পদক্ষেপকে পূর্ণ সমর্থন সৌদির
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
কাতারের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই আগ্রাসনকে সুস্পষ্ট লঙ্ঘন বলেও জানিয়েছে দেশটি।
কাতারের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এই আগ্রাসনকে সুস্পষ্ট লঙ্ঘন বলেও জানিয়েছে দেশটি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সৌদি আরব জানায়, কাতার যে সব পদক্ষেপ নিচ্ছে, সেগুলোতে সমর্থন জানাতে ও সহায়তা করতে রাজ্যটি তার সব সামর্থ্য ব্যবহার করতে প্রস্তুত।
সৌদি আরব আরও সতর্ক করে জানায়, ইসরায়েলি দখলদারিত্বের অপরাধমূলক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার নির্লজ্জ লঙ্ঘন অব্যাহত থাকলে এর ‘মারাত্মক পরিণতি’ হতে পারে।
ইসরায়েলের দাবি, তারা হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। কিন্তু ওই হামলার পরপরই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমিরকে ফোন করে কাতারের প্রতি রাজ্যের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সূত্র: আল আরাবিয়া