ইসরায়েলি হামলার পর কাতারি আমিরকে সৌদি যুবরাজের ফোন

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:২৬, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা এ আলাপকালে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা এ আলাপকালে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘ভ্রাতৃপ্রতিম কাতার রাষ্ট্রের প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে এবং দোহায় ইসরায়েলের এই নগ্ন আগ্রাসন একটি জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।’

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বরাত এ খবর জানিয়েছে আল-আরাবিয়া।

তিনি আরও বলেন, ‘কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব তার সকল সামর্থ্য প্রয়োগ করছে। এছাড়া কাতার যে সব পদক্ষেপ নিচ্ছে, সেগুলোর প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে।’

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়