কুষ্টিয়ার ঝাউদিয়ায় ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের বিলপাড়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক যুগ পরে এই খেলা দেখতে হাজারো মানুষ সকাল থেকেই ভিড় জমায় সেখানে।
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের বিলপাড়ায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক যুগ পরে এই খেলা দেখতে হাজারো মানুষ সকাল থেকেই ভিড় জমায় সেখানে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। আয়োজকদের তথ্যমতে, মোট ১৫ জন সাপুড়ে অংশ নেন এ খেলায়। তারা বিষধর গোখরা সহ বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে প্রদর্শনী করেন। দর্শকদের করতালি, উল্লাস ও ঢাক-ঢোলের বাদ্যের সঙ্গে তাল মিলিয়ে সাপুড়েরা দেখান নানা কেরামতি। কাঠের বাক্স বা মাটির হাঁড়ি থেকে বের হয়ে ফণা তুলে দাঁড়ানো সাপ দীর্ঘ সময় দর্শকদের মুগ্ধ করে রাখে।
প্রতিযোগিতায় শতাধিক সাপ নিয়ে সাপুড়ে দলগুলো নিজেদের দক্ষতা প্রমাণের চেষ্টা করেন। এতে গ্রামীণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শুধু স্থানীয় নয়, আশপাশের বিভিন্ন অঞ্চল থেকেও নারী-পুরুষ ও শিশুরা ছুটে আসেন এ খেলা উপভোগ করতে।
স্থানীয় প্রবীণ তুফা খা বলেন, “এমন ঐতিহ্যবাহী খেলা না দেখলে বোঝা যাবে না, গ্রামের সংস্কৃতি কতটা সমৃদ্ধ। খেলাকে ঘিরে এখানে উৎসবের আবহ তৈরি হয়।”
আয়োজক কমিটির অন্যতম সদস্য শাহারিয়া ইমন রুবেল জানান, “গ্রাম-বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। কালের বিবর্তনে অনেক লোকাচার হারিয়ে গেলেও ঝাপান খেলা এখনো সমান জনপ্রিয়তা ধরে রেখেছে।”
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বড় খাসি ছাগল, ছোট খাসি ও রাজহাঁস তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন সাংবাদিক শাহরিয়া ইমন রুবেল, খবির উদ্দিন, রাব্বি ও স্থানীয় তরুণেরা।