পূর্ব সুন্দরবনে নৌকা ও বিষসহ ৫ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিম

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:০০, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে দুইটি নৌকা, দুই বোতল বিষ, মাছ ধরা জাল ও বিষ দিয়ে আহরণ করা ২০ কেজি চিংড়িসহ পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে দুইটি নৌকা, দুই বোতল বিষ, মাছ ধরা জাল ও বিষ দিয়ে আহরণ করা ২০ কেজি চিংড়িসহ পাঁচ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল খাল থেকে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, বিশ্বঐতিহ্য এলাকা ম্যানগ্রোভ এই বনে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল এলাকায় নৌকা নিয়ে কয়েকজন জেলে খারের পানিতে বিষ দিয়ে মাছ আহরণ করছে বৃহস্পতিবার সকালে এমন খবর আসে বন বিভাগের কাছে। দ্রুত বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা সেখানে পৌঁছে দুইটি নৌকা থেকে পাঁচ জেলেকে আটক করে তাদের কাছ থেকে দুই বোতল (রিপকর্ড) বিষ, মাছ ধরা জাল ও বিষ দিয়ে আহরণ করা ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করে। আটক জেলেদের নামে মামলা দিয়ে বিকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে এই বন কর্মকর্তা আটক জেলেদের নাম পরিচয় জানাতে পারেনি।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়