সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আগ্নেয়াস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ দস্যু আটক
আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড সুন্দরবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ দস্যুকে আটক করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাত ১ টার দিকে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। শনিবার( ৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেঃ মোঃ খালিদ
সাইফ্ল্লুাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড সুন্দরবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ ছোট সুমন বাহিনীর ৪ দস্যুকে আটক করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাত ১ টার দিকে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। শনিবার( ৬ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেঃ মোঃ খালিদ
সাইফ্ল্লুাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ডাকাতরা হলো মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) ও মোঃ কালাম গাজী (২৪)। ডাকাতরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করেআসছিলো।
কোস্ট গার্ড বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা লেঃ মোঃ খালিদ সাইফ্ল্লুাহ্ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করে।
জব্দকৃত আলামত ও আটকৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। #