কাঠমান্ডু নামতে না পেরে ১১৪ যাত্রী নিয়ে ঢাকায় ফেরত এলো বিমান

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৪১, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কাঠমাণ্ডু গিয়েও নামার অনুমতি পায়নি। নিরাপত্তাজনিত কারণে পরে সেটি ঢাকায় ফিরে আসে।

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কাঠমাণ্ডু গিয়েও নামার অনুমতি পায়নি। নিরাপত্তাজনিত কারণে পরে সেটি ঢাকায় ফিরে আসে।

ত্রিভুবন বিমানবন্দরে সব রকম উড়োজাহাজ উঠানামা বন্ধ করে দেওয়ায় ঢাকা থেকে কাঠমাণ্ডুগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। একই কারণে কাঠমাণ্ডু থেকে ঢাকায় ফেরার ফ্লাইটও বাতিল হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো কাঠমাণ্ডুতে বিক্ষোভ শুরু হওয়ার পর তা সহিংসতায় রূপ নিলে সেখানে আটকা পড়েছেন অনেকে বাংলাদেশি।

বিমানের মুখপাত্র রওশন কবির জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ফ্লাইটটিতে ১১৪ জন যাত্রী ছিলেন। নির্ধারিত সময়ে কাঠমাণ্ডুর আকাশসীমায় পৌঁছালেও নেপালের সিভিল এভিয়েশনের অনুমতি না মেলায় বিমানটি অবতরণ করতে পারেনি।

তিনি বলেন, ‘আমাদের ফ্লাইট কাঠমাণ্ডুর আকাশসীমায় পৌঁছালেও অবতরণের অনুমতি না পাওয়ায় নামতে পারেনি।সেখানে নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ থাকতে পারে। পরে ফ্লাইটটি আবার ঢাকায় ফিরে আসে।’

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ নেপালগামী আরেকটি নির্ধারিত ফ্লাইট হিমালয়া এয়ারলাইনসের (এইচ৯) ফ্লাইটও বাতিল করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়