নবাগতদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করাতেন অভিনেত্রী আনুশকা
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
সিনেমার রঙিন পর্দার আড়ালে লুকিয়ে ছিল অন্ধকার জগৎ। ভারতের মুম্বাইয়ে অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে সেই ভয়ংকর বাস্তবতা। উঠতি অভিনেত্রীদের দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনেমার রঙিন পর্দার আড়ালে লুকিয়ে ছিল অন্ধকার জগৎ। ভারতের মুম্বাইয়ে অভিনেত্রী আনুশকা মনি মোহন দাসকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে সেই ভয়ংকর বাস্তবতা। উঠতি অভিনেত্রীদের দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’ সূত্রে জানা যায়, মহারাষ্ট্রের থানে জেলার কাশিমীরা অঞ্চলে দীর্ঘদিন ধরে চলছিল এই অসামাজিক কার্যকলাপ। অভিনেত্রী আনুশকা এই চক্রের মূল হোতা হিসেবে কাজ করতেন বলে অভিযোগ। তিনি অভিনয়ের স্বপ্ন দেখানো তরুণীদের ফাঁদে ফেলে জোর করে এই অন্ধকার পথে ঠেলে দিতেন।
গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশ এই তথ্য প্রকাশ করলে পুরো বিনোদন জগতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বসই-ভিরার অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মদন বল্লাল জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ছদ্মবেশী ক্রেতা পাঠিয়ে আনুশকাকে হাতেনাতে ধরার পরিকল্পনা করে। মুম্বাই-আমেদাবাদ হাইওয়ের ধারে একটি বিলাসবহুল মলে টাকা লেনদেনের সময় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের বিশেষ অভিযানে এই চক্রের শিকার হওয়া ভারতীয় টিভি সিরিয়াল এবং বাংলা সিনেমার দুজন অভিনেত্রীকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের শারীরিক ও মানসিক সহায়তার জন্য নিরাপদ স্থানে রাখা হয়েছে।