ইবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
ইবি প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়। এসময় ইসলামী সংগীত পরিবেশন করা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মিলাদুন্নবী উদযাপন পরিষদের আহ্বায়ক কাজী আহবাব দস্তগীর, সদস্য সচিব মো. মাহদী, সাজ্জাতুল্লাহ শেখ, ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, জমিয়াতে তোলাবায়ে আরাবিয়ার সেক্রেটারি আব্দুর রউফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, “মহানবী (সাঃ) আগমনের পূর্বে আরব সমাজ অন্যায়-অত্যাচার আর জুলুমে ভরপুর ছিল। তিনি আলোর দিশারী হয়ে এসে সেই সমাজকে আমূল পরিবর্তন করেন। কেবল আনুষ্ঠানিকতা নয়, আমাদের জীবনে তাঁর আনা আদর্শ বাস্তবায়ন করতে হবে।”
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “নবী করীম (সাঃ)-এর দেখানো পথই আমাদের জন্য সর্বোত্তম দিশা। কিন্তু আজকের সমাজ সেই গাইডলাইন থেকে অনেকটা সরে গেছে। মুসলিম উম্মাহকে তাঁর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। বিশ্বের যেকোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হলে আমাদের হৃদয়ও ব্যথিত হয়। ফিলিস্তিন, কাশ্মীর ও মিয়ানমারের নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”