বিশ্ববাজারে আসছে, বাংলাদেশের উৎপাদিত চা- অক্সফোর্ড টি কালেকশন

ফজলুল হক, লন্ডন || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:০২, শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি স্বীকৃতি নিয়ে বিশ্ববাজারে আসছে, বাংলাদেশের উৎপাদিত চা-  অক্সফোর্ড টি কালেকশন। বিশ্ব বিখ্যাত  লন্ডন টি এক্সচেঞ্জ এর নতুন ব্র্যান্ডের এই চা সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে উদ্বোধন হয় । 

অক্সফোর্ড টি কালেকশনের চা উৎপাদনের সাথে জড়িত শ্রমিকদের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকায়  অক্সফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের এই চা কে স্বীকৃতি জানালো।   অক্সফোর্ড ইউনিভার্সিটির  খ্যাতনামা প্রফেসর ও হার্টের পেসমেকার আবিষ্কারক ডেনিস নোবেল অক্সফোর্ড টি কালেকশন  চায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান ও অক্সফোর্ড টি কালেকশনের উদ্যোক্তা  শেখ আলিউর রহমান বলেন চা শিল্প এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ স্বীকৃত গ্লোবাল ফেয়ার পে চার্টারের অধীনে বাংলাদেশের শ্রীমঙ্গলের একটি চা বাগানকে মডেল চা বাগান হিসাবে বেছে নেয়া হয়েছে , যার উৎপাদিত চা হবে অক্সফোর্ড টি কালেকশন। 

শেখ আলিউর রহমান বলেন শুধু অক্সফোর্ড টি কালেকশনের জন্য চা উৎপাদন নয়, বাংলাদেশের  মডেল চা বাগান সারা বিশ্বকে দেখাবে কিভাবে টেকসই ব্যবসা দিয়ে শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা যায়। অক্সফোর্ড টি কালেকশনের উদ্বোধনী  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ডের লর্ড মেয়র লুইস আপটন, বাংলাদেশের মডেল টি গার্ডেনের উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্যে  বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর  তানভীর মোহাম্মদ আজিম সহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা।

অক্সফোর্ড টি কালেকশন এর উদ্বোধনের পরপরই একই মঞ্চ থেকে অক্সফাম ও লন্ডন টি এক্সচেঞ্জের ফেয়ার পে ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক  স্বাক্ষর হয়। অক্সফোর্ড টি কালেকশনের চা বাংলাদেশের যে মডেল চা বাগান থেকে উৎপাদিত হবে, সেখানে চা শ্রমিকদের  জীবনযাত্রার মান উন্নয়নে  সরাসরি কাজ করবে অক্সফাম ও ফেয়ার পে ফাউন্ডেশন।  

ফেয়ার পে ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আলিউর রহমান কেজিআর ওবিই এবং বাংলাদেশে অক্সফামের কান্ট্রি ডিরেক্টর আশিষ দামলে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন অক্সফাম জিবি-এর প্রধান নির্বাহী ড. হালিমা বেগম ও অক্সফামের অন্যতম পৃষ্ঠপোষক আজিজ রহমান।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়