কোরবানির ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, কোরবানির ১২ ঘণ্টার মধ্যেই সব ধরনের বর্জ্য অপসারণ করা হবে।
রোববার (২৫ মে) অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয়। এবার আমরা চাই গরিব মানুষ এবং প্রতিষ্ঠানগুলো যেন চামড়ার ন্যায্য মূল্য পায়। চামড়া গরিবের হক, সঠিক মূল্য নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, চামড়া সংগ্রহের সময় যে ‘হাসিল’ নেওয়া হয়, তা কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। “আমরা বিক্রেতাদের সঙ্গে আলোচনা করেছি। ৫ শতাংশ হাসিল অনেক বেশি। যদিও এবছর তা কমানো সম্ভব হয়নি, আমরা চেষ্টা করেছি। আগামী বছর যেন ৩ শতাংশের বেশি না হয়, সে লক্ষ্যে কাজ চলছে।”
কোরবানির পশুর হাট নিয়ে তিনি বলেন, “এবার দুই পাশে ২০টি হাট বসানো হবে। প্রতিটি হাটে চিকিৎসকের ব্যবস্থা থাকবে, যেন অসুস্থ গরু বিক্রি না হয়। অনেকেই হাটে এসে অসুস্থ হয়ে পড়েন, তাদের জন্যও চিকিৎসক থাকবেন। নিরাপত্তার জন্য পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন করা হবে।”
উপদেষ্টা আরও বলেন, “তিনদিন ধরে কোরবানি চলবে। প্রথম দিনেই প্রায় ৯০ শতাংশ কোরবানি হয়ে যায়। তাই আমরা নির্দেশনা দিয়েছি, বর্জ্য দ্রুত অপসারণ করতে হবে। প্রশাসকরা আমাদের আশ্বস্ত করেছেন—সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হবে।”
তিনি প্রশাসনের সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানান, যেন কোরবানির সময় পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ এড়ানো যায়।