‘আমি নিশ্চিতভাবে বলতে পারি, ম্যাচটা হবে না’
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ ঠিক হলেও এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বে দুই দল মুখোমুখি হওয়ার কথা থাকলেও ভারতের কয়েক সাবেক ক্রিকেটার মনে করছেন, এই ম্যাচ মাঠেই গড়াবে না।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ ঠিক হলেও এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বে দুই দল মুখোমুখি হওয়ার কথা থাকলেও ভারতের কয়েক সাবেক ক্রিকেটার মনে করছেন, এই ম্যাচ মাঠেই গড়াবে না।
সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এ পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত চ্যাম্পিয়নস দল। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন তারা। যদিও ওই টুর্নামেন্টটি আইসিসি বা এসিসি অনুমোদিত ছিল না, এর পর থেকেই পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের আলোচনা আরও জোরালো হয়েছে।
ভারতের সাবেক ক্রিকেটার কেদার যাদব বলেন, ‘আমার মনে হয় না ভারতের এই ম্যাচ খেলা উচিত। আমি নিশ্চিতভাবে বলতে পারি, ম্যাচটা হবে না। পাকিস্তানের বিপক্ষে ভারত সব সময়ই জিতবে, কিন্তু এই ম্যাচ একেবারেই হওয়া উচিত নয়।’
একই মত প্রকাশ করেছেন হরভজন সিংও। তিনি টাইমস অব ইন্ডিয়া-কে বলেন, ‘যত দিন দুই দেশের মধ্যে বিবাদ চলবে, আমাদের ক্রিকেট খেলা উচিত নয়। একটি জাতির তুলনায় ক্রিকেট খুব ছোট বিষয়।’
তবে ভিন্ন অবস্থানে আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, বিষয়টি সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে। ‘ভারত-পাকিস্তান ক্রিকেট সব সময়ই সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। সরকার অনুমতি দিলে ম্যাচটা হবে,’ বলেন তিনি।
অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী মন্তব্য করেছেন, ভারত ম্যাচ না খেললে সেটিই পাকিস্তানের জন্য ভালো হবে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমি দোয়া করি ভারত যেন এশিয়া কাপে আমাদের বিপক্ষে না খেলে। খেললে তারা এত মার দেবে, তা কল্পনা করাও কঠিন।’
তবে সূচি অনুযায়ী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ। ভারত ও পাকিস্তান ১৪ সেপ্টেম্বর গ্রুপপর্বে মুখোমুখি হওয়ার কথা রয়েছে। দুদল ভালো করলে টুর্নামেন্টে তিনবারও দেখা হতে পারে।