ইসরায়েল-হামাস শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:০১, বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

গাজা নিয়ে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গাজা নিয়ে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্টারমার এক বিবৃতিতে বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের গাজার জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ নিয়ে একটি চুক্তি হওয়ার খবরকে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “এই চুক্তি এখন দ্রুত ও পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে এবং একই সঙ্গে গাজায় জীবনরক্ষাকারী সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে আরোপিত সব নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নিতে হবে।”

সূত্র: আল জাজিরা

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়