গ্রুপ পর্বেই থেমে গেল বাংলাদেশ ‘এ’ দলের অভিযান
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
টপ অ্যান্ড টি–টোয়েন্টি সিরিজটা আশানুরূপ হলো না বাংলাদেশ ‘এ’ দলের জন্য। নিজেদের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো নুরুল হাসান সোহানের দলকে। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ব্যাট হাতে লড়াই করলেও বোলিং ব্যর্থতায় হোঁচট খায় টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ উইকেটে হারে বাংলাদেশ।
টপ অ্যান্ড টি–টোয়েন্টি সিরিজটা আশানুরূপ হলো না বাংলাদেশ ‘এ’ দলের জন্য। নিজেদের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো নুরুল হাসান সোহানের দলকে। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে ব্যাট হাতে লড়াই করলেও বোলিং ব্যর্থতায় হোঁচট খায় টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ উইকেটে হারে বাংলাদেশ।
শনিবার ডারউইনে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৫ রান তোলে বাংলাদেশ ‘এ’। জিসান আলম ৩৮ বলে ৫০ রানের ঝলক দেখান। আফিফ হোসেন ছিলেন আরও বিধ্বংসী, ২৩ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংসে মারেন পাঁচ চার ও তিন ছক্কা।
ওপেনার নাঈম শেখ (১৫), সাইফ হাসান (১৫) ও অধিনায়ক নুরুল হাসান (৬) রান তোলায় ব্যর্থ হলেও ইয়াসির রাব্বি ১৫ বলে ২৫ রান করে দলের রান পাহাড় গড়তে সহায়তা করেন।
তবে ব্যাটিংয়ের সেই সংগ্রহ বোলারদের ব্যর্থতায় কোনো কাজে আসেনি। অ্যাডিলেডের দুই ওপেনার শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলেন।
উদ্বোধনী জুটিতেই আসে ১২৩ রান। জ্যাক উইন্টার (৩৫) ফেরেন ঠিকই, কিন্তু অপর প্রান্তে ম্যাকেঞ্জি হার্ভে ছিলেন অপ্রতিরোধ্য। ৫৩ বলে অপরাজিত ১০৪ রান করে দলকে ১৮.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।