নেপালের বিপক্ষে বড় সংগ্রহ সোহানদের
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নেপাল ‘এ’ দলের বিপক্ষে ঝড়ো শুরু পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার নাঈম শেখ ও জিসান আলম ৬.৩ ওভারে ৬০ রান তুলে ফেলেন। ঝড়ো ব্যাটিং করে জিসান ১২.২ ওভারে দলের রান একশ’ ছাড়িয়ে আউট হন।
অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নেপাল ‘এ’ দলের বিপক্ষে ঝড়ো শুরু পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার নাঈম শেখ ও জিসান আলম ৬.৩ ওভারে ৬০ রান তুলে ফেলেন। ঝড়ো ব্যাটিং করে জিসান ১২.২ ওভারে দলের রান একশ’ ছাড়িয়ে আউট হন।
শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে ৬ উইকেটে ১৮৪ রান করেছে জাতীয় দলের ছায়াদল নিয়ে খেলা বাংলাদেশ ‘এ’।
নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এদিন টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সোহান।
বাংলাদেশ একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম শেখ, জিশান আলম, সাইফ হাসান, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল
নেপাল একাদশ : দিপেন্দ্র সিং এইরি, গুলশান জা, কারান কেসি, কুশাল ভারটেল, কুশাল মালা, লোকেশ বাম, আসিফ শেখ, নন্দন যাদব, রিজান ঢাকাল, রহিত পাউডেল (অধিনায়ক), সন্দ্বীপ লামিচানে