কাকে ভোট দেবেন প্রশ্নে সিদ্ধান্তহীন ৪৮ শতাংশ মানুষ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:২৮, সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন—এই প্রশ্নে এখনো ৪৮ শতাংশের বেশি ভোটার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি বলে এক জরিপে উঠে এসেছে। একইসাথে আরও ১৪.৪ শতাংশ ভোটার তাদের পছন্দের প্রার্থীর নাম জানাতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন—এই প্রশ্নে এখনো ৪৮ শতাংশের বেশি ভোটার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি বলে এক জরিপে উঠে এসেছে। একইসাথে আরও ১৪.৪ শতাংশ ভোটার তাদের পছন্দের প্রার্থীর নাম জানাতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

ব্র্যাক ইন্সটিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) প্রকাশিত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। সোমবার এই জরিপ প্রকাশ করে তারা। এ নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে দেখা গেছে যেসব ভোটার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন তারা কোন দলকে ভোট দিতে চান—সে সম্পর্কে নির্দিষ্ট তথ্যও উঠে এসেছে। তাদের মধ্যে ১২ শতাংশ বিএনপিকে ভোট দিতে চান, ১০.৪ শতাংশ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন, ৭.৩ শতাংশ আওয়ামী লীগকে এবং ২.৮ শতাংশ এনসিপিকে ভোট দিতে চান বলে উল্লেখ করেছেন।

জরিপের তথ্যমতে, গত বছরের অক্টোবর মাসে একই ধরনের জরিপে বিএনপির প্রতি সমর্থন ছিল ১৬.৩ শতাংশ, জামায়াতের ছিল ১১.৩ শতাংশ এবং এনসিপির প্রতি সমর্থন ছিল ২ শতাংশ। সেই তুলনায় বর্তমানে বিএনপি ও জামায়াতের ভোটের হার কিছুটা কমেছে, তবে এনসিপির ভোটের হার সামান্য বেড়েছে।

জরিপে একইসাথে উঠে এসেছে বয়সভিত্তিক বিশ্লেষণ। এতে দেখা গেছে, ২৭ বছরের নিচের তরুণ ভোটারদের মধ্যে ৯ শতাংশ বিএনপি, ১২ শতাংশ জামায়াত, ৭ শতাংশ আওয়ামী লীগ এবং ৪ শতাংশ এনসিপিকে ভোট দিতে চান। অন্যদিকে, ২৮ থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে বিএনপি ও জামায়াত উভয়ের জনপ্রিয়তা সমান, উভয় দলের প্রতি ১১ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে ৫০ বছরের বেশি বয়সী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তুলনামূলক বেশি। এই বয়স শ্রেণির ১৬ শতাংশ বিএনপিকে, ৯ শতাংশ জামায়াতকে, ৭ শতাংশ আওয়ামী লীগকে এবং ৪ শতাংশ এনসিপিকে ভোট দিতে আগ্রহী।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ভোটারদের মধ্যে রাজনৈতিক পছন্দেরও ভিন্নতা লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েটদের মধ্যে বিএনপি ও জামায়াত—উভয় দলের সমর্থন ১০ শতাংশ করে, আওয়ামী লীগের ৫ শতাংশ এবং এনসিপির ৪ শতাংশ। অন্যদিকে, যারা আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি, তাদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন ১৪ শতাংশ, জামায়াত ৯ শতাংশ, আওয়ামী লীগ ৭ শতাংশ এবং এনসিপির প্রতি সমর্থন ২ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। বিপরীতে, ১৫ শতাংশ মনে করেন, নির্বাচন সুষ্ঠু হবে না। বাকিদের অবস্থান ছিল নিরপেক্ষ বা অনির্ধারিত।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়