মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:১৩, সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় তৈরি একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তারিকুল ইসলাম লিখন (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে লিখনকে আটক করা হয়। লিখন আশরাফপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে ভারতীয় তৈরি একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ তারিকুল ইসলাম লিখন (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে লিখনকে আটক করা হয়। লিখন আশরাফপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সেনাবাহিনী ক্যাম্পের একটি দল আশরাফপুর গ্রামে আমিনুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। কয়েক ঘন্টাব্যাপী অভিযান পরিচালনার পর ভারতীয় তৈরী একটি শুটার পিস্তল ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার সহ লিখনকে আটক করে।

আটক লিখনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। লিখনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়