মেহেরপুরে পল্লী বিদ্যুতের পোল চাপায় শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:৫৫, রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে পল্লী বিদ্যুতের পোল চাপায় গিয়াস উদ্দিন খন্দকার (৬৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।

মেহেরপুরে পল্লী বিদ্যুতের পোল চাপায় গিয়াস উদ্দিন খন্দকার (৬৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন খন্দকার মেহেরপুর শহরের পুলিশ লাইন পাড়ার বাসিন্দা ও মৃত জামাল উদ্দিন খন্দকারের ছেলে। তিনি ওই এলাকার মসজিদের মোয়াজ্জেমের পাশাপাশি পল্লী বিদ্যুতের পোল বসানোর কাজ করতেন।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের পোল তোলার কাজ চলাকালে হঠাৎ একটি পোল গিয়াস উদ্দিনের ঘাড় ও বুকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়