তেঁতুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:০২, রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজিউল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাববার (১০ আগস্ট) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির দুইশো-তিনশো গছ দূর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাজিউল ইসলাম ওই গ্রামের নাজমুল হকের ছেলে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাজিউল ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাববার (১০ আগস্ট) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের কাউরগছ গ্রামে তার নিজ বাড়ির দুইশো-তিনশো গছ দূর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাজিউল ইসলাম ওই গ্রামের নাজমুল হকের ছেলে।

উদ্ধার হওয়া যুুবকের মৃত্যু স্বাভাবিক না হত্যা এখনো জানা যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে বলে জানা গেছে।  

স্থানীয় সূত্র জানায়, রাজিউল রাতে বাজারে যাওয়ার পর সেখান থেকে নদীতে মাছ মারতে যায়। সকালে বাড়ির দুই-তিনশো গছ দূরে স্থানীয়রা পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল নির্ণয় করে।

ভজনপুর ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন জানান, নদীতে মাছ মারতে গিয়েছিল। ফেরার পথে মারা গেছে শুনেছি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় উদ্ধারের সময় শরীরে কোন আঘাতের চিহ্ন বা কোন আলামত পাওয়া যায়নি। নিহতের পরিবার বলছে তার বুকের ব্যথা ছিল। ধারণা করা হচ্ছে বুকের ব্যথা থেকেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হচ্ছে। তারপরেও মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হচ্ছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যায়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়