বিগত তিন সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল পিবিআই

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:৩৪, বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে। শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই তথ্য চাওয়া হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিস্তারিত তথ্য চেয়েছে। শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই তথ্য চাওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব জেলা প্রশাসক, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে এই তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বর জরুরি ভিত্তিতে সরবরাহ করতে বলা হয়েছে।

পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) গত ২৪ জুলাই একটি চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়কে বিষয়টি জানায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মামলার তদন্তে সহায়তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়কে দ্রুততম সময়ের মধ্যে তথ্যের দুটি কপি সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে।
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়