জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৮, বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাট জেলা যুবদলের বিজয়
র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকালে জেলা যুবদলের সাবেক
সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে বগেরহাট শহরের নূর মসজিদের মোড়
থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে  শহরের পুরাতন বাজার ৪ রাস্তার মোড়ে জেলা বিএনপি আয়োজিত
বিজয় র‌্যালিতে যোগদান করে।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাট জেলা যুবদলের বিজয়
র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকালে জেলা যুবদলের সাবেক
সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে বগেরহাট শহরের নূর মসজিদের মোড়
থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে  শহরের পুরাতন বাজার ৪ রাস্তার মোড়ে জেলা বিএনপি আয়োজিত
বিজয় র‌্যালিতে যোগদান করে।

 র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তৃতা
করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা যুবদলের
সাবেক সহ সভাপতি শাহেদ সোমি বাদশা, মাসুদুজ্জামান মাসুদ,মোঃ সাইফুজ্জামান
মনা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, এস কে বদরুল আলম, পৌর
যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত
আহবায়ক আবুল হাসান প্রমূখ।


উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের
প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার
ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।


বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার
সম্ভাবনা রয়েছে। সে লক্ষে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে
দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে
হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্র¶মতায় ফিরে এসে একটি উন্নত,
গণতান্ত্রিক, সুশৃক্সখল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে যেখানে থাকবে
বাক¯স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা।


সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শৈরাশাসক জাতির ওপর চেপে
বসতে না পারে, সে লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদল নিরলসভাবে কাজ করে যাবে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়