পীরগাছায় থানার এস.আই শফিকুল ইসলাম আকন্দ জেলায় শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার নির্বাচিত-
হাবিবুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
রংপুরের পীরগাছায় থানায় কর্মরত এস.আই মো: শফিকুল ইসলাম আকন্দ জেলার শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন।
রংপুরের পীরগাছায় থানায় কর্মরত এস.আই মো: শফিকুল ইসলাম আকন্দ জেলার শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৬ আগষ্ট) বুধবার রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ ঘোষনা দেওয়া হয়। জেলা পুলিশ সুপার আবু সাঈম তার হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
চলতি বছরের জুলাই মাসে তিনটি আগ্নেয়াস্ত্র ১৫ রাউন্ড গুলি,পাঁচটি চোরাই মোটরসাইকেল একটি অটো ভ্যান উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় অপরাধ পর্যালোচনা অনুষ্ঠানে রংপুর জেলার পীরগাছা থানার এস.আই মোঃ শফিকুল ইসলাম আকন্দ কৃতিত্বের সাথে অপরাধ দমনে সফলতা অর্জন করায় এ সম্মাননা দেওয়া হয়।
পীরগাছা থানায় গত জুলাই মাস দাখিলকৃত তিনটি আগ্নেয়াস্ত্র ১৫ রাউন্ড গুলি,পাঁচটি চোরাই মোটর সাইকেল একটি অটো ভ্যান উদ্ধার ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার মধ্য দিয়ে এস আই মো: শফিকুল ইসলাম আকন্দ শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এস.আই মোঃ শফিকুল ইসলাম আকন্দ বলেন,পুলিশে যোগদানের পর থেকে ন্যায়, নীতি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি।বাংলাদেশের জনগণকে সেবা দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এ ধরনের পুরস্কারে কাজের প্রতি স্পৃহা আরও কয়েকগুণে বেড়ে যায়। আমি ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধাভাজন অভিভাবক জেলা পুলিশ সুপার স্যার, সি-সার্কেল স্যার ও পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) স্যারসহ থানা কর্মরত সকল সহকর্মীদের।