কেন্দ্রীয় ব্যাংকের নতুন মুদ্রানীতি ঘোষণা

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:১৯, বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখতে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখতে নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতি যদি ৭ শতাংশের নিচে নেমে আসে এবং সেখানে স্থিতিশীল থাকে, তখন রেপো রেট কমানো হতে পারে বলে জানান গভর্নর।

তিনি বলেন, ‘যতক্ষণ না মূল্যস্ফীতির হার ৭ শতাংশের নিচে স্থায়ীভাবে নেমে আসে, ততদিন ১০ শতাংশ রেপো হার বহাল থাকবে।’

এছাড়া স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির হার ১১ দশমিক ৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার ৮ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ‘মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে, তবে কাঙ্ক্ষিত পর্যায়ে আনতে আরও সময় লাগবে। মুদ্রানীতির মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং টাকার মান স্থিতিশীল রাখা।’

উল্লেখ্য, ২০২২ সালের মে মাস থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক মোট ১১ বার রেপো রেট বাড়িয়েছে। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে রেপো হার ১০ শতাংশে উন্নীত করা হয়, যা এবারের মুদ্রানীতিতেও বহাল রাখা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়