নড়াইলে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদল আহবায়কসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, মালামাল লুট মামলা
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
নড়াইলে কালিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদল আহবায়কসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুট মামলায় কালিয়া থানায় মামলা হয়েছে।
নড়াইলে কালিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদল আহবায়কসহ সাত জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মালামাল লুট মামলায় কালিয়া থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার ৫ আগস্ট কালিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ (৪৫), পৌর ছাত্রদলের আহবায়ক মেকাইল ওরফে ধলু শেখ (৩৯), মো. ইনামুল শেখ ওরফে কালু (৪০), গোলাম রসুল মান্দার শেখ (৬২), মো. মিরাজ শেখ (৩৩), মো. ইমরান শেখ (৩৪), মো. সাদ্দাম শেখ (৩২), এ মামলাটি দায়ের করেন রহিমা খানম নামের এক ব্যক্তি।
মামলার সূত্রে জানা যায় নাম কি বাদীর স্বামী কালিয়া পৌরসভার কালিয়া মোড়ে রড সিমেন্টের ব্যবসা শুরু করেন। বাদীর স্বামী বিদেশে যাওয়ার পর গত ১০.০৮.২০২৪ তারিখে আসামীরা দোকানে এসে বাদীর দেবরের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আসামীরা গত ০২.০৩.২০২৫ তারিখে পূনরায় দোকানে এসে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাদীর দেবরকে কিল ঘুসি মারতে থাকে এবং দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ টাকা সহ ১২ লাখ ২৪ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও এ মামলার আসামী সেলিম রেজা ইউসুফ দৈনিক পাঠক বার্তাকে মুঠোফোনে জানান এ মামলাটি মিথ্যা ও বানোয়াট এর সাথে আমার কোন সম্পৃক্ততা নাই।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দৈনিক পাঠক বার্তাকে মামলা দায়েরের ঘটনা নিশ্চিত করে জানান দায়েরকৃত মামলা নং-৩, তারিখ ০৫.০৮.২০২৫ মামলার ধারার নাম্বার ৪৪৮/৩২৩/৩৮৫/৩৮০/৫০৬/১১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।