বলিউডে ছন্দপতন, দক্ষিণে ভরসা রাখছেন মৃণাল ঠাকুর

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:৪৭, বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউডে ‘সুপার ৩০’ দিয়ে আত্মপ্রকাশেই দর্শকের নজর কাড়েন মৃণাল ঠাকুর। হৃতিক রোশনের বিপরীতে অনবদ্য অভিনয় করে তিনি আশার আলো জাগিয়েছিলেন—পরবর্তী বলিউড তারকা হতে চলেছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সেই প্রত্যাশায় ছন্দপতন ঘটেছে।

বলিউডে ‘সুপার ৩০’ দিয়ে আত্মপ্রকাশেই দর্শকের নজর কাড়েন মৃণাল ঠাকুর। হৃতিক রোশনের বিপরীতে অনবদ্য অভিনয় করে তিনি আশার আলো জাগিয়েছিলেন—পরবর্তী বলিউড তারকা হতে চলেছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সেই প্রত্যাশায় ছন্দপতন ঘটেছে।

দক্ষিণ ভারতের চলচ্চিত্রে মৃণাল আজ একটি পরিচিত মুখ, কিন্তু বলিউডে একের পর এক ব্যর্থতা যেন তার ক্যারিয়ারে কালো ছায়া ফেলছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘সন অফ সরদার ২’ (সোস 2) বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ছাড় এবং প্রচারের পরও দর্শক টানতে পারেনি ছবিটি।

এই ব্যর্থতা নতুন কিছু নয়—এর আগেও ‘বাটলা হাউস’, ‘তুফান’, ‘সেলফি’, ‘গুমরাহ’, ‘আঁখ মিচোলি’, ‘পিপ্পা’—প্রতিটি ছবিই বক্স অফিসে ব্যর্থ হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, হিন্দি ছবিতে আদৌ মৃণালের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল?

অন্যদিকে, দক্ষিণেও তার ক্যারিয়ারে সাময়িক ভাটা এসেছে ‘ফ্যামিলি স্টার’-এর মতো ফ্লপের কারণে। তবে আশার আলো দেখা যাচ্ছে তার পরবর্তী ছবি ‘ডাকইট’ ঘিরে। আদিভি শেশের বিপরীতে অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিটি মৃণালের ক্যারিয়ারে নতুন দিক উন্মোচন করতে পারে বলে মনে করছেন অনেকে।

দর্শকপ্রিয়তা ও অভিনয়দক্ষতা থাকলেও পরপর বক্স অফিস ব্যর্থতা তার বলিউডযাত্রাকে কঠিন করে তুলছে। এখন দেখা যাক, ‘ডাকইট’-এর মাধ্যমে তিনি নিজের জায়গা পুনরুদ্ধার করতে পারেন কিনা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়